রাজ্য

ভক্তদের জন্য খুলছে বেলুর মঠের দরজা, থাকছে বেশ কিছু শর্ত

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বেলুর মঠের দরজা।

 

Bengal Live ডেস্কঃ বিগত কয়েকদিনে অনেকটাই কমেছে সংক্রমণ। রাজ্যে কমেছে মৃত্যুর হার। এমতাবস্থায় ফের একবার ভক্তদের জন্য মঠের দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছে বেলুর মঠ। জানা গেছে আগামী ১৮ অগাস্ট থেকে ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ তবে এই ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত পালন করতে হবে দর্শনার্থীদের৷

শীঘ্রই জনসাধারণের জন্য খুলতে চলেছে শিকারপুর চা বাগানের দেবী চৌধুরাণীর মন্দির

জানা গেছে, ৭২ ঘন্টার মধ্যে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ভক্তদের। যাঁদের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া রয়েছে তাঁরাও প্রবেশের অনুমতি পাবেন। এছাড়াও লাগবে পরিচয় পত্র। প্যান কার্ড অথবা আধার কার্ড থাকতে হবে ভক্তদের। এদিকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সকলের৷ জন্য। পাশাপাশি থার্মাল স্ক্রিনিং, সামাজিক দূরত্ববিধিও মেনে চলতে হবে ভক্তদের।

Related News

Back to top button