রাজ্য

বিজেপির রথের ঘোড়া কি থামবে, বাম-কংগ্রেস, তৃণমূলের প্রতিরোধে? জানা যাবে রাত পোহালেই

২০২১-এ কে বসবে বাংলার মসনদে, কারা হবে বিরোধী, আর কারা-ই বা নিজেদের রক্তক্ষরণ থামিয়ে বাঁচার আলো দেখবে — এই তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন থেকে তারই একটা সংকেত মিলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Bengal Live রায়গঞ্জঃ রাত পোহালেই রেজাল্ট। কোয়ার্টার ফাইনাল বা অ্যাসিড টেস্ট, শিরোনাম যেটাই হোক, আসলে সব দলের কাছেই এ এক অগ্নি পরীক্ষা। ২০২১-এ কে বসবে বাংলার মসনদে, কারা হবে বিরোধী, আর কারা-ই বা নিজেদের রক্তক্ষরণ থামিয়ে বাঁচার আলো দেখবে — এই তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন থেকে তারই একটা সংকেত মিলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নদীয়ার করিমপুর ও মেদিনীপুরের খড়্গপুর সদরের পাশাপাশি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ভোট হয়েছে গত ২৫ নভেম্বর। কালিয়াগঞ্জের ২৭০ টি বুথের ২ লক্ষ ১৮ হাজার ১৬০ জন মানুষের ভোট ইভিএম বন্দি হয়ে এখন স্ট্রং রুমে। আগামীকাল, বৃহস্পতিবার রায়গঞ্জের পলিটেকনিক কলেজে শুরু হবে ভোট গণনা। কার ভাগ্যে ছিঁড়বে শিকে ?

গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় কংগ্রেস পেয়েছিল ১৮৫৬১ ভোট। সিপিএম ১৯২৯০ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল। ৬২১৩৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিল তৃণমূল কংগ্রেস। ১ লক্ষ ১৮ হাজার ৮৯৫ ভোট পেয়েছিল বিজেপি। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে ৫৬৭৬২ ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী তিন দল একজোট হলেও বিজেপিকে টপকানো সম্ভব ছিল না। গেরুয়া বিরোধী তিন দলের প্রাপ্ত ভোট একসঙ্গে করলেও বিজেপি এগিয়ে থাকছে ১৮৯১১ ভোটে। এখন প্রশ্ন হল, লোকসভার ভোটে তিন দল একজোট হলেও যা সম্ভব ছিল না, তা বিধানসভার উপনির্বাচনে কি করে দেখাতে পারবে একা তৃণমূল কিংবা বাম-কংগ্রেস জোট ? উত্তর জানা যাবে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই।

তবে একটা বিষয়ে সকলেই একমত। তা হল, লোকসভা ভোটের মতো এই উপনির্বাচনেও তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে কালিয়াগঞ্জের সংখ্যাগুরু রাজবংশী মানুষরাই। তাঁদের সমর্থন যাঁর দিকে সবচেয়ে বেশি, জিতবেন সেই প্রার্থীই।

Related News

Back to top button