রাজ্য

ফালাকাটায় শুরু হল সরকারি উদ্যোগে কামতাপুরী ভাষার বইমেলা

কামতাপুরী ভাষার বইমেলার শুভ উদ্বোধন ফালাকাটায়। বই মেলার সাথে চলবে টেলিফিল্ম প্রদর্শনীও।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ কামতাপুরী ভাষাকে মর্যাদা দিতে উত্তরবঙ্গের ফালাকাটায় শুরু হল কামতাপুরী ভাষার বইমেলা। কামতাপুরী ভাষা আকাদেমির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরের বুকে নান্দনিক প্যালেসে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। শিলিগুড়ি, কোচবিহার ফালাকাটা সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের নানা লেখকের কামতাপুরী ভাষায় লেখা বই সহ অন্যান্য বইও এই মেলায় পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

উল্লেখ্য বই মেলার পাশাপাশি টেলিফিল্ম উৎসবেরও আয়োজন করা হয়েছে এই মেলায়। প্রদর্শিত হবে কামতাপুরী ভাষায় তৈরি একাধিক টেলিফিল্ম। মেলার আয়োজকরা জানিয়েছেন, মোট ১৮ টি টেলিফিল্ম প্রদর্শিত হবে মেলায়।

কামতাপুরী ভাষার স্বীকৃতি সহ পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন এই ভাষাগোষ্ঠীর মানুষরা। এই পরিস্থিতিতে সরকারি উদ্যোগে কামতাপুরী ভাষার বইমেলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। বইমেলাকে ঘিরে কামতাপুরী ভাষাভাষী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

Related News

Back to top button