রাজ্য
ডেল্টা ও ইউকো ভ্যারিয়েন্টের থাবা উত্তরবঙ্গে, আক্রান্ত মোট সাত
আশঙ্কাই সত্যি হলো। উত্তরবঙ্গেই প্রথম খোঁজ মিলল ডেল্টা ও ইউকো ভ্যারিয়েন্টের।
Bengal Live শিলিগুড়িঃ শিলিগুড়িতে এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে৷ ৫জন ডেল্টা ও ২জন ইউকো ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। ইউকো ভ্যারিয়েন্ট দুজন রোগী শিলিগুড়ি মহামায়া কলোনি ও মাটিগাড়ার টুম্বাজোতের বাসিন্দা। অপরদিকে ডেল্টা ভ্যারিয়েন্ট রোগী সূর্যসেন কলোনি, নৌকাঘাট, শিলিগুড়ি চম্পাসারি ও মেডিক্যাল কলেজ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার জেরে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণের মধ্যে।
প্রসঙ্গত, দার্জিলিঙে এদিন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৭ জন। মোট আক্রান্ত ৫৩১০৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৩ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১৩৭৮ জন।