গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নাবালিকা
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নাবালিকা। কী কারণে আত্মহত্যার পথ বেছে নিল ওই নাবালিকা তা নিয়ে ধন্দে মৃতার পরিবার। তদন্তে নেমেছে পুলিশ।
Bengal Live বালুরঘাটঃ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক নাবালিকা। ঘটনায় শোকের ছায়া এলাকায়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা।
জানা গিয়েছে, মৃত ওই নাবালিকার নাম স্বপ্না বর্মন(১৬)। বাড়ি তপন ব্লকের খোড়ালবাড়ি এলাকায়। গতকাল বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই নাবালিকা। বিষয়টি নজরে আসতেই ওই নাবালিকাকে প্রথমে তপন গ্রামীন হাসপাতাল ও পরে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। কি কারণে ওই নাবালিকা আত্মঘাতী হয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে তপন থানার পুলিশ।
এই বিষয়ে মৃত নাবালিকার মামা পাপন সরকার জানিয়েছেন, “বাড়িতে কেউ না থাকার সুযোগে আমার ভাগ্নি তাঁর নিজের ঘরে গলায় ফাঁস লাগায়।বিষয়টি তাঁর বাবার চোখে পড়লে তাঁকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে পাঠায়,সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।”