মালদায় বাম-কংগ্রেসের ডাকা বনধের কেমন প্রভাব পড়ল ?

দেশজুড়ে বনধ ডেকেছে বাম ও কংগ্রেসের একাধিক ট্রেড ইউনিয়ন। বিভিন্ন দাবিতে ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুল এই ধর্মঘটের ডাক৷
দেশব্যাপী বনধ, রায়গঞ্জে মিছিল বামেদের
Bengal Live মালদাঃ ধর্মঘট সফল করতে সকাল থেকেই রাস্তায় নামেন সিপিআইএম এবং কংগ্রেসের ট্রেড ইউনিয়নের কর্মীরা। মালদা শহরের বিভিন্ন বাজার এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ধর্মঘটের সমর্থনে মিছিলে অংশ নেন তাঁরা। পাশাপাশি রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। আটকে দেওয়া হয় মালদাগামী এবং রায়গঞ্জগামী একাধিক সরকারি বাস এবং লরি। যদিও পরে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ডিমের খোসার অবাক করা পাঁচ উপকারিতা
এদিন ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় গোটা মালদা জেলা জুড়ে। শহরের গৌড়কন্যা বাস টার্মিনাসে সকাল থেকেই দাঁড়িয়েছিল সমস্ত বেসরকারি বাস। যাত্রীদের দেখাও মেলেনি। তবে ধর্মঘটকে উপেক্ষা করে চলে সরকারি বাস। কংগ্রেসের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ব্যানার ঝোলানো হয় সর্বত্র। বেসরকারি বাস বন্ধ থাকার কারণে যাত্রীরা ভিড় জমিয়েছিলেন সরকারি বাসে ওঠার জন্য।