রাজ্য

লোকালয়ে চিতাবাঘ, কাবু করা হল ঘুমপাড়ানি গুলি করে

তিন বাইসনের দাপাদাপির পর এবার লোকালয়ে চিতার হানা। ছয় ঘন্টায় চেষ্টায় খাঁচাবন্দি চিতা।

 

Bengal Live কোচবিহারঃ প্রায় ছয় ঘন্টার চেষ্টায় মাথাভাঙ্গার কাটামারী এলাকা থেকে চিতাবাঘ উদ্ধার করল বনদপ্তর৷ বৃহস্পতিবার চিতাবাঘটিকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখেন গ্রামবাসীরা। এক পুলিশকর্মী ঘটনাস্থলে এসে একটি গর্তের কাছে এগোলে চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে।

এরপর পাশেই লঙ্কা ক্ষেতে লুকিয়ে পড়ে চিতাবাঘটি৷ পরে বনদপ্তরের উদ্ধারকারী দল এসে ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে আয়ত্তে আনে৷ চিতাবাঘটি জলদাপাড়া বা চিলাপাতা বনাঞ্চল থেকে বেরিয়ে লোকালয়ে এসে থাকতে পারে বলে সন্দেহ বনদপ্তরের৷

চিতাবাঘের আতঙ্কে প্রচুর গ্রামবাসী ভিড় করেন৷ তাদের সরিয়ে দিতে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে৷ উল্লেখ্য বুধবার মাথাভাঙ্গায় তিনটি বাইসন বেরিয়েছিল। আজ ফের চিতাবাঘ লোকালয়ে হানা দেওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়ায়৷

Related News

Back to top button