রাজ্য

সিনেমা হল খোলায় ছাড় দিল নবান্ন

করোনা কালে লকডাউন ও বিধিনিষেধের জেরে রাজ্যের একাধিক সিঙ্গেল স্ক্রিন তালাবন্ধ। রোজগার হারিয়েছেন এই পেশার সাথে যুক্ত বহু মানুষ।

 

Bengal Live ডেস্কঃ করোনার বিধিনিষেধে আরও কিছুটা শিথিলতা আনল নবান্ন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে সিনেমা হল খোলার কথা ঘোষণা করা হলো রাজ্যের পক্ষ থেকে। তবে সেই ক্ষেত্রে কিছু নিয়ম লাগু করেছে নবান্ন। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে রাজ্য জুড়ে বন্ধ হয়ে গেছিল সমস্ত সিনেমা হল। গত ৩০ এপ্রিল সিনেমা হল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল নবান্নের পক্ষ থেকে। সংক্রমণের হার কিছুটা কমায় তিন মাস পর ফের সিনেমা হল খোলবার অনুমতি দিল রাজ্য।

জানা গেছে, ৩১ জুলাই থেকে খোলা যাবে রাজ্যের সমস্ত সিনেমা হল। তবে ৫০% দর্শক নিয়ে সিনেমা হল খুলতে পারবেন মালিকরা৷ এছাড়াও মাস্ক, স্যানিটাইজার সহ অন্যান্য করোনা বিধিনিষেধ মান্যতা বাধ্যতামূলক করা হয়েছে এই ক্ষেত্রে। দিল্লি সহ বেশ কিছু জায়গায় চলতি সপ্তাহ থেকেই সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে। এরপর বাংলায় কবে খুলবে সিনেমা হল গুলি সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল মালিকদের গলায়। তবে সমস্ত প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে ৩১ জুলাই।

Related News

Back to top button