রাজ্য

প্রায় ২০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত এক উত্তরবঙ্গে

নগদ টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার মালদা জেলার কালিয়াচকের এক কারবারী। 

Bengal Live শিলিগুড়িঃ   ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করল দার্জিলিঙ জেলার বিধান নগর থানার পুলিশ। উদ্ধার ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ১০৫০০ টাকা। ধৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আজিজুল রহমান। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বিধাননগর বাজার সংলগ্ন এক বাড়িতে হানা দেয় বিধান নগর থানার পুলিশ। ঘরের দরজার তালা ভেঙে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। এছাড়াও ঘরের ভেতর থেকে নগদ দশ হাজার পাঁচশ টাকা সহ উদ্ধার হয় বেশ কিছু কাগজপত্র। এদিন ওই ব্যক্তিকে গ্ৰপ্তার করে বিধাননগর থানায় নিয়ে যায় পুলিশ।

জানা গিয়েছে, জানুয়ারি মাসে এই এলাকায় ঘর ভাড়া নেন মালদার কালিয়াচকের বাসিন্দা মোহাম্মদ আজিজুল রহমান। মালদা থেকে ব্রাউন সুগার এনে বিধান নগরের ওই বাড়ি থেকেই  মাদক কারবার চালাচ্ছিল সে। অপরদিকে বাড়ির মালিক জানান, ‘এই বিষয়ে তিনি কিছুই জানেন না। গত জানুয়ারি মাসে আধার কার্ডের জেরক্স নিয়ে ঘর ভাড়া নেয় ওই ব্যক্তি।’ মাদক কারবারের সাথে আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Related News

Back to top button