রাজ্য

বালি পাচার রুখতে অভিযান, আটক পাঁচটি ডাম্পার

বিভিন্ন মহল থেকে অভিযোগ পেতেই নড়েচড়ে বসল প্রশাসন। বালি ও পাথর পাচার রুখতে অভিযানে সরকারি কর্তারা।

Bengal Live জলপাইগুড়িঃ বার বার অভিযান চালানোর পরেও বালি পাচার বন্ধ করতে পারেনি প্রশাসন। রীতিমতো পুলিশ প্রশাসনের নাকের ডগায় নদী থেকে বালি চুরি করে তা পাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে এমনই অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বানারহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ডায়না নদীতে। নদী থেকে পাথর ও বালি বোঝাই করে পাচার করার সময় হাতে নাতে ধরা পড়ে তিনটি ডাম্পার। এদিকে এদিন প্রায় একই সময়ে বানারাহাটের মরাঘাট এলাকাতেও অভিযান চালান ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। সেখান থেকে দুটি বালি ও পাথর বোঝাই ডাম্পার আটক করা হয়। ডাম্পার দুটি তুলে দেওয়া হয় বানারহাট থানার পুলিশের হাতে।

করোনা আবহে ঘরবন্দী পড়ুয়াদের এবার স্কুলমুখী করার উদ্যোগ নিল সরকার

ধূপগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রসেনজিৎ ভট্টাচার্য জানান, বালি পাচার রুখতে অভিযান নিয়মিত চলবে। আমাদের লোকবল কম এবং গাড়িও নেই তেমন। যার ফলে অভিযান চালাতে আমাদের সমস্যা হয় মাঝেমধ্যে। ডায়না নদীতে অভিযান চালানোর সময় বেশ কয়েকটি গাড়ি পালিয়ে যায় নাগরাকাটার দিকে।

Related News

Back to top button