রাজ্য

বাংলার গর্ব শুভেন্দু, পোস্টারে ছেয়ে গেল শহর

রাজ্যের বিভিন্ন জেলাতেই “আমরা দাদার অনুগামী” নামে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে।

আজকের রাশিফল ,রবিবার, ৮ নভেম্বর

Bengal Live মালদাঃ এবার মালদায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার। ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে লাগানো হয়েছে এই ফ্লেক্স। রবিবার সকাল থেকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও দেখা গেল এই ফ্লেক্স।

ফ্লেক্সে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি এবং নীচে লেখা রয়েছে দাদার অনুগামী কাজল গোস্বামী। এই বিষয়ে এক তৃণমূল কর্মী সাবিউল সেখ বলেন, দাদাও মমতার অনুগামী আমরাও মমতার অনুগামী। আমরা সকলে দিদির অনুগামী। তিনি বলেন কেউ বা কারা চক্রান্ত করে এই ফ্লেক্স ঝুলিয়েছে।

বালিতে রঙ মিশিয়ে রায়গঞ্জে তৈরি হচ্ছিল জাল কীটনাশক, ধরে ফেললেন কৃষি আধিকারিকরা

এই বিষয়ে কাজল গোস্বামী জানান, শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক গুরু। সমাজসেবী হিসেবে তাঁর পছন্দের মানুষ শুভেন্দু অধিকারী। তাই অন্যান্য জেলার মতো মালদা জেলাতে পোস্টার পড়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করবেন, নাকি নিজে অন্য দল তৈরি করবেন তা নিয়েও জল্পনা তুঙ্গে। রবিবার সকাল থেকে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় মালদায়। এদিন সকালে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে দুটি ফ্লেক্স মানুষের নজরে পড়ে। তা নিয়েই শুরু হয় গুঞ্জন। পোস্টারে লেখা, “তোমার মতেই মত, তোমার পথেই পথ, আমাদের আদর্শ, বাংলার গর্ব জননেতা শুভেন্দু অধিকারী আমার, আপনার, বাংলার।”

দীপাবলিতে হাতে বানানো পটাকা চকোলেট নিয়ে হাজির রায়গঞ্জের দম্পতি

Related News

Back to top button