রাজ্য

কোভিড পজিটিভ শুভেন্দু অধিকারী, রাজ্যে মৃত ৪৬০৬ করোনা আক্রান্ত রোগী

সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। করোনা আক্রান্ত রাজ্য মন্ত্রী সভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শুভেন্দু অধিকারী। রাজ্যে গত ২৪ ঘন্টায় মৃত আরও ৬২ জন।

এভাবেও ভাল থাকা যায় ! মানুন, না মানুন, অসুখী মধ্যবিত্তরা পড়ে দেখুন

Bengal Live ডেস্কঃ করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মন্ত্রী ও তাঁর মায়ের করোনা রিপোর্ট পজিটিভ বলে জানা গেছে। শুভেন্দু অধিকারীর মা গীতা দেবীর কয়েকদিন আগে অস্ত্রোপচার হওয়ার কারণে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মন্ত্রী শুভেন্দু অধিকারীর মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকের পরামর্শ মেনে মন্ত্রী আপাতত আইসোলেশনে রয়েছেন। নিভৃতবাসে রয়েছেন মন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যরাও৷

রুই মাছের কালিয়া, সহজ রান্না

এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের৷ রাজ্যে এখনও মোট আক্রান্ত ২৩৭৮৬৯ জন। সুস্থ হয়েছেন ২০৮০৪২ জন। সংক্রমিত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬০৬। দক্ষিণবঙ্গে এখনও সর্বোচ্চ আক্রান্ত কলকাতায়। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী কলকাতায় মোট আক্রান্ত ৫২ হাজার ৪৫৬ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে৷ দার্জিলিং জেলায় এখনও সর্বোচ্চ সংক্রমণের খবর মিলেছে।

ভাতা ঘোষণায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেও তৃণমূলে না রায়গঞ্জের পুরোহিতদের

Related News

Back to top button