রাজ্য

৩২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিকে করা হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গেছে।

Bengal Live ডেস্কঃ তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই শিক্ষক নিয়োগে জোর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৩২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণার সাথে সাথেই তিনি সাফ জানিয়ে দিলেন মেধার ভিত্তিতেই হবে শিক্ষক নিয়োগ, কোনওরকম লবি করার দরকার নেই। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষক নিয়োগের ঘোষণা করে মুখ্যমন্ত্রী৷

সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাইমারি, আপার প্রাইমারি মিলিয়ে পূজার আগেই ২৪৫০০ জন শিক্ষক নিয়োগ করা হবে৷ এদিকে পূজার পর আগামী বছরের মার্চ মাসের মধ্যে আরও ৭৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। পুরো নিয়োগটাই হবে মেধার ভিত্তিতে। কারোর কাছে কোনও লবি করার দরকার নেই বলে এদিন সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, আদালতে মামলা চলছিল বলেই আটকে ছিল নিয়োগপ্রক্রিয়া।

Related News

Back to top button