সকলের মুখে মাস্ক, ডিসিআরসিতে শিকেয় সামাজিক দূরত্ব, উদ্বেগ মালদায়
সকলের মুখে মাস্ক থাকলেও মানা হলো না সামাজিক দূরত্ব বিধি৷ করোনার বাড়বাড়ন্তের মাঝেই আগামীকাল অষ্টম দফার ভোট মালদায়।
ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ প্রবীণদের
Bengal Live মালদাঃ রাত পোহালেই অষ্টম দফার ভোট মালদায়। তার আগে বুধবার মালদা ডিসিআরসিতে ভোট কর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতন। সকলের মুখে মাস্ক থাকলেও শিকেয় ওঠে সামাজিক দূরত্ব। মালদা কলেজ ময়দানে ভোট কর্মীদের মুখে মাস্ক থাকলেও মানা হয়নি সামাজিক দূরত্ব। হাজার হাজার ভোট কর্মীরা সেখানে উপস্থিত হয়ে নির্বাচনী সামগ্রী গ্রহণ করেন।
বৃহস্পতিবার অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলার ৬ টি আসনে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। বুধবার সকাল থেকে চরম ব্যস্ততা লক্ষ করা যায় মালদা কলেজ ময়দানে। সকাল থেকেই ভোট কর্মীরা আসতে শুরু করেন সেখানে। করোনা পরিস্থিতিতে ভোট কর্মীদের ইভিএম মেশিন, ভিভিপ্যাটের পাশাপাশি তুলে দেওয়া হয় মাস্ক, স্যানিটাইজার এবং পিপিই কিট সহ অন্যান্য সামগ্রী।
নববধূকে শ্বশুর বাড়িতে ঢুকতে বাধা, ভাঙচুর পাত্রের বাড়ি,ঘটনাস্থলে রায়গঞ্জ পুলিশ
এরই মাঝে সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। মাস্ক,স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু করোনা পরিস্থিতিতে মালদা কলেজের ভিড়ের ছবি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জেলাবাসীর কাছে।