রাজ্য

ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ প্রবীণদের

মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন। ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভে নামল প্রবীণরা।

দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়ল উত্তর দিনাজপুরে

Bengal Live আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার পুরসভার আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলল না টিকা। এমন অভিযোগে সরব হয়ে বুধবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ আলিপুরদুয়ার মাধব মোড় এলাকায় পথ অবরোধ করলেন শতাধিক প্রবীণ নাগরিক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, এদিন আলিপুরদুয়ার পুরসভা আরবান প্রাইমারি হেলথ সেন্টারে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়ান শতাধিক প্রবীণ নাগরিক। দশটার সময় সেন্টার খোলার পর সেন্টার কর্তৃপক্ষ জানান মঙ্গলবার দিন টিকা নিতে এসে যারা টোকেন নিয়ে গেছেন তারাই একমাত্র টিকা পাবে। এ খবর জানতে পেরেই উত্তেজিত হয়ে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা প্রবীণ নাগরিকরা। ক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভ দেখাতে থাকেন সেন্টারের সামনে। ভয়ের চোটে সেন্টারে তালা মেরে পালিয়ে যান সেন্টার কর্তৃপক্ষ।

বাংলাদেশ স্পেশাল রেসিপিঃ আচার মাংস

প্রবীণরা অবশেষে কোন উপায় না পেয়ে সাড়ে দশটা নাগাদ আলিপুরদুয়ার মাধব মোড় এলাকায় পথ অবরোধ করে বসেন। প্রায় আধ ঘণ্টা আটকে থাকে আলিপুরদুয়ারে বক্সা ফিডার রোড। অবশেষে আলিপুরদুয়ার থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। প্রবীণ নাগরিকদের অভিযোগ, মাঝরাত থেকে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। এই নিয়ে তিনদিন আমাদের ফিরিয়ে দেওয়া হলো।  বারবার এভাবে ঘুরে যেতে হচ্ছে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই আমরা পথ অবরোধে সামিল হয়েছি।

কোভিড সংক্রমণ রুখতে কোন মাস্ক কতটা কার্যকর?

Related News

Back to top button