রাজ্য

পর্যটনে গতি আনতে তিন এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি

উত্তরের পর্যটন ব্যবসা স্বাভাবিক করতে উদ্যোগী পর্যটন ব্যবসায়ীরা৷ পর্যটকদের যাতায়াত ব্যবস্থার সুবিধার্থে পূজার আগেই আরও তিনটি ট্রেন চালানোর দাবি।

Bengal Live শিলিগুড়িঃ উত্তরের পর্যটন কেন্দ্রগুলি ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনও দেখা নেই পর্যটকের৷ বেশিরভাগ ট্রেন বন্ধ থাকার জেরে পাহাড় ও ডুয়ার্স এলাকা কার্যত পর্যটক শূন্য। স্থানীয় মানুষদের টুকটাক ভিড় দেখা গেলেও, রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকেদের আনাগোনা এখনও শুরু হয়নি। প্রধানত, যাতায়াত ব্যবস্থা এখনও স্বাভাবিক অবস্থায় না ফেরার কারণেই এই সমস্যা। তাই দুর্গা পূজার আগেই পদাতিক, দার্জিলিঙ মেল ও উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন চালানোর দাবি জানালো উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা।

ওয়ান পট প্রণ বিরিয়ানিঃ জিভে জল আনবেই অতিথির, জেনে নিন রন্ধন প্রণালী

সোমবার এই দাবিতে এনজেপি-র এডিআরএম-এর কাছে স্মারকলিপি জমা দিলেন ইস্টার্ন হিমালয়ান ট্র‍্যাভেলস এন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (Eastern Himalayan Tours and Travels Operators Association)-এর সদস্যরা। সংস্থার সভাপতি দেবাশিস মিত্র বলেন, শুধু পর্যটন কেন্দ্রগুলি খুললেই চলবে না। পর্যটকদের আসা-যাওয়ার পথও মসৃণ করতে হবে। পাহাড়ের কমপক্ষে দুই থেকে তিন লক্ষ মানুষ এই ব্যবসার সাথে যুক্ত। দীর্ঘ লকডাউনের জেরে তাঁরা প্রত্যেকেই আর্থিক অনটনের মধ্যে রয়েছেন। তাই যত দ্রুত সম্ভব পর্যটন কেন্দ্রগুলিকে স্বাভাবিক ছন্দে ফেরাতে হবে। সেই কারণেই আরও তিনটি ট্রেন চালু করার দাবি জানানো হয়েছে। একই দাবিতে সরব হয়েছেন হিমালয়ান হসপিটালিটি ট্র‍্যাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সদস্যরাও।

টোটো চালিয়েই দেশের উপরাষ্ট্রপতির নজরে উদাহরণ হয়ে উঠলেন শিলিগুড়ির মুনমুন

Related News

Back to top button