ভ্রমন

কয়েকশো বছর ধরে কাঠের চৌকি ছেড়ে মাটিতেই ঘুমোন পীরপালবাসী, কিন্তু কেন ?

কাঠের তৈরি চৌকি ছেড়ে মাটিতেই ঘুমোন পীরপালবাসীরা। খাটে ঘুমোলে স্বপ্নাদেশে তাদের মেরে ফেলার ভয় দেখানো হয় বলে রয়েছে জনশ্রুতি।

 

Bengal Live গঙ্গারামপুরঃ  কোনও ঐতিহাসিক জায়গাকে ঘিরে বহু জনশ্রুতি প্রচলিত থাকে। তবে ঐতিহাসিক কোনও ঘটনাকে কেন্দ্র করে মানুষ কাঠের তৈরি খাট ছেড়ে মাটিরই তৈরি ঢিপিতে ঘুমোন এই ঘটনা সচরাচর শোনা যায় না। বিগত কয়েকশো বছর ধরে এমনই এক ঘটনার সাক্ষী দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পীরপাল গ্রাম। ইতিহাস ঘেরা জনশ্রুতিতে বিশ্বাসী হয়ে মাটির তৈরি ঢিপিতেই ঘুমোন গ্রামবাসীরা।

তবে ঠিক কি কারণে এই প্রচলন? জেলার ইতিহাসবিদদের কথায় , ১৭০৭ সালে সুলতানি রাজ্য প্রতিষ্ঠা করতে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি পাল বংশের রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে সংগ্রামপুর, দেবীকোট সহ সমগ্র গৌড় দখল করেন। লক্ষ্মণ সেন প্রাণে বাঁচতে পালিয়ে যান তৎকালীন বঙ্গে এবং তার সৈন্যরা পরাজিত হয়ে নদিয়া শহর পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়। এরপর বখতিয়ার খলজী তিব্বত ও কামরুপ অভিযানে যান। সেখানে বিফল হয়ে তিনি ফিরে আসেন দেবীকোটে।

historical place of south dinajpur

তিব্বত অভিযান বিফল এবং সৈন্যবাহিনীর ব্যাপক ক্ষতি লখনৌতির মুসলিম রাজ্যের প্রজাদের মধ্যে বিদ্রোহ ও বিরোধ সৃষ্টি করে। ফলে বাংলার ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দিল্লির সাথে সম্ভাব্য বিরোধে কোনঠাসা হয়ে পড়ে। আর এই সকল চিন্তা, এবং পরাজয়ের গ্লানিতে অসুস্থ হয়ে পরেন বখতিয়ার খলজি । এবং এর কিছুদিন বাদেই বাংলার ১২০৬ বঙ্গাব্দে ও ইংরেজীর ১৭০৭ খ্রীষ্টাব্দে শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। ইতিহাসবিদদের অনুমান , বখতিয়ারের খলজীর মৃত্যুর পিছনে হাত ছিল তার প্রধান সেনাপতি আলী মর্দান খলজীর। খলজির মৃত্যুর পর তার মৃতদেহ সমাধিস্থ করা হয় এই পীরপালে।

গ্রামবাসীদের বিশ্বাস, মৃত্যুর পর বখতিয়ার খলজি পীর রূপে আবির্ভূত হন। তাদের দাবি  কাঠের তৈরি খাটে ঘুমোলে স্বপ্নাদেশে তাদের মেরে ফেলার ভয় দেখানো হয়। গ্রামবাসী নাটারু রায় জানান, বাপ-ঠাকুরদার সময় থেকে তারা গল্প শুনে আসছেন রাতে চৌকি বা খাটে শুলে স্বপ্নে ঘোড়া ছোটার আওয়াজ পাওয়া যায়। আর তারপরেই সেই পরিবারের সবাই অসুস্থ হয়ে পরে। তাই তারা কাঠের তৈরি চৌকিতে ঘুমোন না বা কাউকে ঘুমোতেও দেন না।

historical place of south dinajpur

এই বিষয়ে জেলার ইতিহাসবিদ সমিত ঘোষ বলেন, বীর যোদ্ধা বখতিয়ার খলজীকে শ্রদ্ধা জানানোর জন্য গ্রামবাসীরা মাটিতে ঘুমোন। ওই এলাকার মানুষের মধ্যে কিছু কুসংস্কার আছে। বখতিয়ার খলজী পীরপালের মাটিতে শায়িত আছেন তাই গ্রামবাসীরা কাঠের তৈরি চৌকি বা খাটে ঘুমোন না। এছাড়াও তিনি বলেন, পীরপাল সহ দক্ষিণ দিনাজপুর জেলায় অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। এ বিষয়ে নজর দেয়া উচিত সরকারের।

পীর রূপী খলজিকে শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর বৈশাখ মাসে মেলাও বসে ওই এলাকায়। বিভিন্ন প্রান্ত থেকে মেলা দেখতে আসেন বহু মানুষ। কিন্তু বর্তমানে ভগ্নদশায় দাঁড়িয়ে রয়েছে পীরের দরগা। সরকার থেকে পর্যটন কেন্দ্র করা হবে বলে আশ্বাস দিলেও তা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি বলে অভিযোগ গ্রামবাসীদের।

Related News

58 Comments

  1. Hi, Neat post. There is a problem with your web site in internet explorer, could check this? IE still is the marketplace leader and a good component of other folks will leave out your great writing due to this problem.

  2. An intriguing discussion is worth comment. I do think that you ought to write more on this topic, it might not be a taboo subject but usually people don’t speak about such subjects. To the next! All the best!!

  3. Do you have a spam issue on this website; I also am a blogger, and I was curious about your situation; many of us have created some nice methods and we are looking to trade methods with other folks, be sure to shoot me an e-mail if interested.

  4. Sweet blog! I found it while browsing on Yahoo News. Do you have any tips on how to get listed in Yahoo News? I’ve been trying for a while but I never seem to get there! Cheers

  5. Simply wish to say your article is as surprising. The clearness for your submit is simply excellent and i can think you are knowledgeable in this subject. Well with your permission allow me to grab your RSS feed to stay up to date with drawing close post. Thank you a million and please keep up the gratifying work.

  6. Have you ever thought about publishing an e-book or guest authoring on other sites? I have a blog based upon on the same information you discuss and would really like to have you share some stories/information. I know my subscribers would enjoy your work. If you are even remotely interested, feel free to send me an e-mail.

  7. Hi there, I do think your web site might be having internet browser compatibility issues. When I look at your site in Safari, it looks fine however, if opening in IE, it has some overlapping issues. I just wanted to give you a quick heads up! Besides that, fantastic website!

  8. Hi there to all, the contents present at this web site are actually remarkable for people experience, well, keep up the nice work fellows.

  9. Hey! I know this is kinda off topic but I was wondering if you knew where I could get a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having trouble finding one? Thanks a lot!

  10. Can I simply say what a relief to discover a person that really knows what they’re talking about on the internet. You certainly understand how to bring an issue to light and make it important. More people need to look at this and understand this side of the story. It’s surprising you’re not more popular since you surely have the gift.

  11. Hi there! This post couldn’t be written any better! Reading this post reminds me of my good old room mate! He always kept talking about this. I will forward this post to him. Pretty sure he will have a good read. Thanks for sharing!

  12. It is perfect time to make a few plans for the future and it is time to be happy. I have read this publish and if I may I want to suggest you few interesting things or advice. Perhaps you could write next articles relating to this article. I wish to read more things approximately it!

  13. Hey! Do you use Twitter? I’d like to follow you if that would be ok. I’m definitely enjoying your blog and look forward to new updates.

  14. Excellent post. I used to be checking continuously this blog and I am inspired! Very useful information specially the final phase 🙂 I maintain such info a lot. I used to be seeking this particular info for a long timelong time. Thank you and good luck.

  15. Undeniably believe that which you stated. Your favorite justification appeared to be on the net the simplest thing to be aware of. I say to you, I definitely get irked while people consider worries that they plainly do not know about. You managed to hit the nail upon the top and also defined out the whole thing without having side effect , people can take a signal. Will likely be back to get more. Thanks

  16. I really like what you guys are usually up too. This sort of clever work and coverage! Keep up the great works guys I’ve incorporated you guys to blogroll.

  17. You’re so cool! I don’t suppose I’ve read anything like this before. So great to find somebody with some original thoughts on this topic. Really.. thanks for starting this up. This website is something that is needed on the web, someone with some originality!

  18. Heya i’m for the primary time here. I came across this board and I find It truly useful & it helped me out a lot. I am hoping to provide something back and help others like you helped me.

  19. I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100% sure. Any recommendations or advice would be greatly appreciated. Cheers

  20. Wow, superb blog format! How long have you been blogging for? you make blogging glance easy. The full glance of your site is fantastic, let alonewell as the content!

  21. Hi! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and tell you I genuinely enjoy reading through your blog posts. Can you suggest any other blogs/websites/forums that go over the same subjects? Thanks a lot!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button