রাজ্য

গায়ে খাকি উর্দি, গলায় শ্রীখোল, গাইছেন দেশাত্মবোধক গান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুলিশকর্মী

স্বাধীনতা দিবস উদযাপনে পুলিশকর্মী গান গাইছেন শ্রীখোল বাজিয়ে । চারদিনের মধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ।

 

Bengal Live বালুরঘাটঃ  নানা দুঃসাহসীক কর্মকাণ্ডের জন্য কিংবা মানবিকতার বিরল নজির হয়ে এর আগেও বহু পুলিশকর্মী ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার এক পুলিশকর্মী নেটিজেনদের মন জয় করে নিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গান গেয়ে। জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে তিনি দরাজ গলায় গাইছেন “মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।” তার গায়ে রয়েছে খাকি উর্দি, গলায় ঝুলছে শ্রীখোল। তাঁর পাশে রয়েছেন আরো জনাদশেক পুলিশকর্মী, তাঁদের একজন তাল ঠুকছেন‌ করতালে। আর বাকিরা গানের তালে তালে দিচ্ছেন হাততালি। ‌

কুলিক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ এক ব্যক্তির, দাবি প্রত্যক্ষদর্শীদের

গত ১৫ অগস্ট পুলিশকর্মীদের স্বাধীনতা দিবস উদযাপনের এমনই এক ভিডিও ফেসবুকে আপলোড করে ছিলেন কেউ। আর তারপরই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মাঝে কেটেছে মোটে চারটে দিন, আর এরমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ। ভিডিওটির শেয়ারের সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে হাজারের গণ্ডি। শ্রীখোল সহযোগে পুলিশকর্মীর গানে মুগ্ধ নেটাগরিকদের কৌতুহল বেড়েছে এই পুলিশকর্মীকে ঘিরে। আদতে পেশায় পুলিশ হয়েও তিনি খোল বাজাচ্ছেন পেশাদারের মত। সকলেই জানতে চেয়েছেন, ওই পুলিশকর্মীর পরিচয়।

ঐতিহ্যের ৫১৬ বছর পার জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ীর মনসা পুজো

জানা গেছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পুলিশকর্মীর নাম উদয় কুমার সিংহ। বর্তমানে পদমর্যাদায় জেলা রিজার্ভ ফোর্সের সাব ইন্সপেক্টর তিনি। মালদহ জেলায় বাড়ি হলেও কর্মসূত্রে তিনি থাকেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। এক সময় হাইকোর্টে লিগাল সেলেও ছিলেন তিনি। পেশায় পুলিশ হলেও গানবাজনার বিষয়ে বরাবরই সৌখীন তিনি। উদয় বাবুর অবসর সময়টা কাটে‌ হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে’র গানে গানে। তবে শুধু গানই নয়, একইসাথে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানোতেও ‌তিনি পারদর্শী। উদয় বাবু জানিয়েছেন, গান গাওয়ার শখ তার বহুদিনের। সব রকম অনুষ্ঠানেই‌ তিনি নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে গানবাজনা করে থাকেন৷

Related News

Back to top button