রাজ্য

ঐতিহ্যের ৫১৬ বছর পার জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ীর মনসা পুজো

প্রাচীন রীতি মেনে পুজো হলেও এবারও বন্ধ জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পুজোর মেলা ও মনসা গানের আসর।

Bengal Live জলপাইগুড়িঃ ৫১৬ বছর অতিক্রম করলো জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ীর মনসা পূজো।করোনা আবহে সামাজিক দুরত্ব মেনে পুজো হলেও গতবারের মতো এবারও বন্ধ থাকছে জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পুজোর মেলা। তবে মেলা বন্ধ থাকলেও প্রতিবারের মতোই রাজবাড়ির মন্দিরে রাজপ্রথা মেনেই পূজিতা হবেন দেবী মনসা।

শ্রমিক,যুব, মহিলা তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদল উত্তর দিনাজপুরে

শতাব্দী প্রাচীন রাজবাড়ির এই পুজোয় মন্দিরের ভেতরে ভক্তদের প্রবেশ করতে না দেওয়া হলেও প্রাচীন প্রথা মেনেই আরাধনা করা হবে দেবী মনসার। প্রথানুযায়ী, রাজবাড়ী প্রাঙ্গনে মনসা পূজার দিন থেকে চলতো ৩দিন ব্যাপী মনসা পূজোর মেলা তার আগে চলতো মনসা গান । করোনা পরিস্থিতিতে জন সমাগম এড়াতে এবারও মন্দির চত্বরে বসেছে না মেলা , বন্ধ থাকছে মনসা গানের আসরও। এইসময় মন্দির প্রাঙ্গন সেজে উঠত ভিনরাজ্য থেকে আসা ব্যবসায়ীদের পসরায়। তবে অতিমারির এই বছরে মেলা বন্ধ থাকায় ক্ষতির মুখ দেখছে তাঁরা। এবিষয়ে রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষাল জানিয়েছেন, ভক্তদের সুরক্ষিত রাখতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে রাজপরিবার।

Related News

Back to top button