রাজ্য
নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার দুই

দুই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই সন্দেহ হয়েছিল পুলিশের৷ জিজ্ঞাসবাদ ও তল্লাশির পরেই মিলল নিষিদ্ধ মাদক।
Bengal Live শিলিগুড়িঃ শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেই সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালাতেই ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার হয়। সোমবার ধৃত দুইজনকে শিলিগুড়ি আদালতে পেশ করেছে পানিট্যাঙ্কি থানার পুলিশ।
এ উৎসব পৃথিবীর আর কোথাও হয় না, ওমচু পূজায় মেতেছে আদিম জনজাতি
প্রাথমিক তদন্তের পর জানা গেছে, ধৃত দুই ব্যক্তি নিমাই বাড়ুই ও বলরাম মন্ডল কোচবিহারের বাসিন্দা। শিলিগুড়িতে গাঁজা পাচার করার উদ্দেশ্য নিয়ে এসেছিল ওই দুই। শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ধৃত দুইয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।