রাজ্য

অর্থের সাড়া দেখাতে পারছি না, মানুষের সাড়া ভালো – সোমেন মিত্র

কংগ্রেসের অর্থবল নেই। তাই অর্থের সাড়া দেখানো যাচ্ছে না। তবু মানুষের সাড়া মিলছে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

Bengal Live কালিয়াগঞ্জঃ অর্থের সাড়া দেখাতে না পারলেও মানুষের সাড়া পাচ্ছে কংগ্রেস। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থী জয়ী হবেন। বুধবার
বাম-কংগ্রেসের যৌথ সমাবেশ শেষে কালিয়াগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মত প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

এদিন কালিয়াগঞ্জে জোট প্রার্থী ধীতশ্রী রায়ের সমর্থনে যৌথ সমাবেশের আয়োজন করে কংগ্রেস ও সিপিএম। সভায় উপস্থিত ছিলেন একঝাঁক কংগ্রেস ও সিপিএম নেতা। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সি, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ জেলা ও রাজ্যের একাধিক কংগ্রেস ও সিপিএম নেতা।

সভা শেষে সোমেন মিত্র বলেন, আমরা অর্থের সাড়া দেখাতে পারছি না। কিন্তু মানুষের সাড়া পাচ্ছি। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থী জয়ী হবেন। তবে পঞ্চায়েত, পুরসভার মতন পেশি শক্তির ভোট হলে আমরা পারবো না।
জোট প্রসঙ্গে এদিন সোমেন মিত্র বলেন, রাজ্য ও রাষ্ট্রের সামনে সাম্প্রদায়িকতা, অসহিষ্ণুতা, গণতান্ত্রিক অধিকার হরণের বিপদ। সেই বিপদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই এই জোট করা হয়েছে।

Related News

Back to top button