বেঙ্গল লাইভ Special

আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে খুশির খবর, রয়্যাল বেঙ্গলের সংখ্যা বাড়ল সুন্দরবনে

ব্যাঘ্র দিবসে খুশির খবর, রয়্যাল বেঙ্গলের সংখ্যা বাড়ল সুন্দরবনে

Bengal Live ওয়েব ডেস্কঃ প্রকাশ পেল বাঘ সুমারি ২০১৮ সালের রিপোর্ট। সোমবার কেন্দ্রের পক্ষ থেকে এই রিপোর্ট প্রকাশ করা হয়৷ পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে বলে রিপোর্ট থেকে জানা গেছে।

রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০১৪ সালের সুমারিতে সুন্দরবনে ৭৬টি বাঘের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। সেই সংখ্যা চার বছরের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৮৮। এদিকে পুরো দেশে বাঘের সংখ্যা দ্বিগুনের থেকেও বেশি বেড়ে হয়েছে ২৯৬৭। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ১৪০০।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বাঘ সুমারির রিপোর্ট প্রকাশ করতে গিয়ে বলেন, বাঘ সংরক্ষণে সবরকম পদক্ষেপ গ্রহণ করার জন্য তৈরি কেন্দ্র।

Related News

Back to top button