ব্যবসা-বানিজ্য

বাজারে আসছে ১০ কোটি জিও স্মার্টফোন, মিলবে জলের দরে

স্মার্টফোনের বাজারে এমন সুযোগ আগে কখনও আসেনি। রিলায়েন্স জিও-র সৌজন্যে এবার জলের দরে ভারতে মিলবে অ্যানড্রয়েড ফোন। থাকবে 5G ব্যবহারের সুবিধা।

Bengal LIve ডেস্কঃ ভারতের টেলিকম কোম্পানি গুলোকে তাক লাগিয়ে এবার জিও আনতে চলেছে জিও স্মার্ট ফোন। জিও এর আগেও jio phone 1 ও jio phone 2 বাজারে এনেছিল। সেগুলো বেশ সাড়াও ফেলেছিল মানুষের মধ্যে। এবার আবারও জিও আনতে চলেছে খুবই সামান্য দামে বেশ কিছু স্মার্ট ফোন।

জানা গিয়েছে google ও android অপারেটিং সিস্টেম যুক্ত এই অ্যানড্রয়েড ফোনগুলিতে বর্তমান 4G নেটওয়ার্কের পাশাপাশি পাওয়া যাবে 5G নেটওয়ার্কও। নতুন এই ফোনের ফিচার সমন্ধে তেমন কিছু জানা না গেলেও জিও জানিয়েছে ফোনের ফিচারের ক্ষেত্রে জিও কোনোরকম আপোষ করবে না।

দেশের বাজার দখল করতে ফোন প্রস্তুতকারক বিভিন্ন সংস্থার সঙ্গে কথা শুরু করেছে জিও। ডিসেম্বরের মধ্যেই নতুন ১০ কোটি অ্যানড্রয়েড ফোন তৈরি করে ভারতের বাজার দখল করতে যাচ্ছে JIO। দাম সমন্ধে এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও বাজার চলতি ফোনের তুলনায় অনেকটাই সস্তা হবে জিও-র এই নতুন ফোন।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button