বিনোদন
হ্যাপি অ্যানিভারসারি দীপবীর

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম বিবাহ বার্ষিকী। উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দীপিকা। দীপবীরকে শুভেচ্ছার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
Bengal Live ওয়েব ডেস্কঃ হ্যাপি অ্যানিভারসারি দীপবীর। বিবাহ বার্ষিকীর প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দীপিকা পাডুকোন। বৃহস্পতিবার বিবাহ বার্ষিকীর সকালে তিরুপতি মন্দিরে পূজা দিলেন দীপবীর৷
এক বছরের বিবাহিত জীবন পূর্ণ করে আজ বলিউডের সবথেকে চর্চিত দম্পতির প্রথম বিবাহ বার্ষিকী৷ গত বছর ১৪ নভেম্বর উত্তর ইতালির লেক কোমোয় হয় ডেস্টিনেশন ওয়েডিং।
সিন্ধি ও কোংকনি প্রথা মেনে সাত পাকে বাঁধা পড়েন দীপবীর। দীপবীরকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় ঝড় ভক্তদের।
https://www.instagram.com/p/B41Wz4bAVK0/?igshid=z2utsj5kiopy