বিনোদন

‘মুম্বাই সাগা’ ফিল্মে জন আব্রাহামের ফার্স্ট লুক প্রকাশ

‘মুম্বাই সাগা’ ফিল্মে জন আব্রাহামের ফার্স্ট লুক প্রকাশ পেল। এই ছবিতে তারকা অভিনেতা ইমরান হাসমি ,জন আব্রাহাম,সুনিল শেট্টি,কাজল আগর‌ওয়াল, মহেশ মঞ্জরেকর, প্রতীক বব্বর এছাড়াও আর‌ও অনেক নামকরা অভিনেতাদের দেখা যাবে প্রধান চরিত্রে।

Bengal Live ওয়েব ডেস্কঃ সঞ্জয় গুপ্তের পরবর্তী সিনেমা ‘মুম্ব‌ই সাগা’, একটি পিরিয়ডিক গ‍্যাংস্টার বিষয়কেন্দ্রিক ছবি। ভূষণ কুমার প্রযোজিত এই ছবিটি ৮০-এর দশকের সত‍্য ঘটনা অবলম্বনে তৈরী করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। এমনকি শ‍্যুটিংও হচ্ছে সেই ঘটনার অকল্পিত জায়গাতেই। এই ছবিতে মূলত ১১টি প্রধান চরিত্র রয়েছে, আজকের মুম্বা‌ই শহর কিভাবে আজকের মুম্ব‌ই শহরে রূপান্তরিত হলো তাই দেখানো হবে এই সিনেমাতে যা দেখে দর্শক চমকে যেতে কার্যত বাধ‍্য হবে বলে জানিয়েছে ‘মুম্ব‌ই সাগা’ ছবির পরিচালক।

এই ছবিতে তারকা অভিনেতা ইমরান হাসমি ,জন আব্রাহাম,সুনিল শেট্টি,কাজল আগর‌ওয়াল, মহেশ মঞ্জরেকর, প্রতীক বব্বর এছাড়াও আর‌ও অনেক নামকরা অভিনেতাদের দেখা যাবে প্রধান চরিত্রে।

পরিচালক সঞ্জয় গুপ্ত আজ এই সিনেমায় জন আব্রাহামের ফার্স্ট লুক প্রকাশ করলেন। এরম ভাবগম্ভীর , রাগী , ক্ষমতাশালী, রাফ এন্ড টাফ লুক গ‍্যাংস্টারের মতো চরিত্রে বেশ আকর্ষণ করা মতোই। এর আগে পরিচালক ইমরান হাসমির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন। যাতে ইমরান হাসমি একজন পুলিশের চরিত্র করছেন বলে মনে হচ্ছে। তবে শ্যুটিং-এ বেশ কয়েকটা স্টান্টের দৃশ‍্য রয়েছে এবং তেমন‌ই একটি দৃশ‍্যের শ‍্যুট করতে গিয়ে জন আব্রাহাম হাতের লিগামেন্টের সমস‍্যার জন‍্য চোট পান। পরিচালক জানিয়েছেন জন আব্রাহাম পুরোপু্রি সুস্থ না হ‌ওয়া অব্দি শ্যুট বন্ধ থাকবে ,সম্ভবত সামনের মাস থেকে চালু হবে শ‍্যুটিং।

Back to top button