ডুডলে ছবি প্রকাশ করে বাঙালি সাঁতারুকে জন্মদিনে কুর্নিশ জানালো গুগল

এমন স্বীকৃতি খুব কম জনেরই মেলে। সাঁতারে বিশেষ কৃতিত্বের সাক্ষর রাখার পর মিলেছিল পদ্মশ্রী। আজ তাঁর আশিতম জন্মদিনে ডুডলে ছবি প্রকাশ করে ফের একবার বিশ্বের সামনে আরতি সাহাকে তুলে ধরল গুগল।
Bengal Live ওয়েব ডেস্কঃ ভারতের সর্বকালের অন্যতম সেরা সাঁতারু তিনি। এশিয়ার প্রথম মহিলা, যিনি মাত্র ১৬ ঘন্টা ২০ মিনিটে ৬৭.৫ কিলোমিটার পথ অতিক্রম করে জয় করেছিলেন ইংলিশ চ্যানেল।
আশি বছর আগে আজকের দিনেই জন্মেছিলেন ভারতের বিখ্যাত সাঁতারু আরতি সাহা। ছোটো থেকেই সাঁতারের প্রতি ছিল তাঁর ভীষণ নেশা। বিখ্যাত সাঁতারু শচীন নাগের ছাত্রী হওয়ার পর সেই নেশা আরও বেড়ে যায় তাঁর। পাঁচ বছর বয়সেই প্রথম বাজিমাত। ঝুলিতে গোল্ড মেডেল। এর পর শুধুই এগিয়ে চলা। ১১ বছর বয়সে আবারও রেকর্ড। এরপর অলিম্পিক। সবশেষে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৬০ সালে পদ্মশ্রী।
নাবালিকা উদ্ধারে গিয়ে নয়ানজুলিতে পুলিশের গাড়ি, নাবালিকা সহ মৃত ৪
আজ আরতি সাহার জন্মদিন। তাই তাঁকে সন্মান জানালো গুগল। ডুডলে বিশ্বখ্যাত এই সাঁতারুর ছবি প্রকাশ করে তাঁকে সম্মান জানালো গুগল। বাঙালি হিসেবে আমাদের আজ সত্যিই বড়ো আনন্দ ও জাত্যাভিমানের দিন।