রায়গঞ্জ

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য রায়গঞ্জে

রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানার পাশাপাশি গোটা রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

দুই ক্লাবের মধ্যে সংঘর্ষ, মৃত বিজেপি নেতা

Bengal Live রায়গঞ্জঃ জঙ্গলের মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে রায়গঞ্জে৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীতলা গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবীতলা গ্রামে কানাই ঘোষের বাড়ির পাশের জঙ্গল থেকে বেশ কিছুদিন ধরে পচা গন্ধ আসছিল। গতকাল সকালে সেই গন্ধের হদিশ করার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। এরপর আজ, বুধবার সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে তার হদিশ করতে গেলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। দেহ দেখতে পেয়ে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়।

জলদাপাড়ায় হাতি সাফারি বা জীপ সাফারির বুকিং করা যাবে মোবাইল ফোনেই

স্থানীয়দের অনুমান, বেশ কিছুদিন থেকে জঙ্গলে মৃতদেহ পড়ে থাকায় দেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়েছে। কিন্তু কে এই মৃত ব্যক্তি ? পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করা হয়েছে।

Related News

Back to top button