ব্রাউন সুগার সহ রায়গঞ্জ ফরেস্ট এলাকা থেকে গ্রেপ্তার তিন

মাদক বিরোধী অভিযানে আরও একবার সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।
আজকের রাশিফল, শুক্রবার, ২০ নভেম্বর
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ থানার পুলিশের লাগাতার মাদক বিরোধী অভিযানে আরও একবার সাফল্য মিলল। রায়গঞ্জের কুলিক ফরেস্ট এলাকায় তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃত তিনজনের বাড়িই রায়গঞ্জ পুর এলাকায়। ধৃতদের কাছ থেকে ৭২ গ্রামেরও বেশি ব্রাউন সুগার মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
শুভেন্দুর সমর্থনে পোস্টার উত্তর দিনাজপুরে
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়েই রায়গঞ্জ থানার পুলিশ কুলিক ফরেস্ট এলাকায় আচমকা হানা দেয়৷ তাতেই তিনজনকে ব্রাউন সুগার সমেত পাকড়াও করতে সমর্থ্য হয় পুলিশ। ধৃত তিন জনের বাড়ি রায়গঞ্জ পুরসভার দেবীনগর, রবীন্দ্রপল্লী ও শক্তিনগর এলাকায়৷ মাদক সেবনের পাশাপাশি তারা মাদক কারবারি হয়েও কাজ করত বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ।