টেক-নিউজ

MI লঞ্চ করছে স্মার্ট ব্যাণ্ড-৫, জানা যাবে হার্ট থেকে আবহাওয়ার খবর

MI নিয়ে আসছে স্মার্ট ব্যাণ্ড-৫। হৃৎস্পন্দন মাপা থেকে আবহাওয়ার আগাম খবর মিলবে হাতের মুঠোয়।

 

Bengal Live টেক নিউজঃ  গেজেটের দুনিয়াতে Xiaomi অত্যন্ত জনপ্রিয়। স্মার্টফোন, স্মার্ট ব্যান্ড থেকে শুরু করে একাধিক গ্যাজেট তারা নিয়ে এসেছে নিত্য দিনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে। এগুলি যথেষ্ট জনপ্রিয়ই হয়েছে। এ বার নিজেদের পরবর্তী ওয়াটার রেজিস্ট্যান্ট স্মার্ট ব্যান্ড লঞ্চ করতে চলেছে Xiaomi। ২৯ সেপ্টেম্বর ভারতের বাজারে Mi লঞ্চ করতে চলেছে Smart Band 5।

সেবকে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন কালিম্পং, সিকিমের সাথে

এই স্মার্ট ব্যান্ডে রয়েছে ১.১ ইঞ্চি কালার ডিসপ্লে। এ ছাড়াও রয়েছে পিপিজি সেন্সরের সুবিধা। ফলে হার্ট রেটের উপর সহজেই নজর রাখা সম্ভব হবে। এ ছাড়াও এতে রয়েছে স্লিপ মনিটর করার সুবিধা। আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আগাম জানা যাবে এই স্মার্ট ব্যান্ডের সাহায্যে। এই স্মার্ট ব্যান্ডে রয়েছে মাইক্রোফোন-সহ একাধিক আকর্ষণীয় সুবিধা। একাধিক আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্ট ব্যান্ড। ২৯ সেপ্টেম্বর mi.com থেকে পাওয়া যাবে। মনে করা হচ্ছে ভারতের বাজারে এই ব্যান্ডের দাম হতে পারে ২,০০০ টাকার কাছাকাছি।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button