রাজ্য

শঙ্কর ঘোষকে নিয়ে বিতর্কিত পোস্টার, সমর্থন না জানানোর আহ্বান প্রাক্তন সভাপতির

দীর্ঘদিন বামপন্থী রাজনীতির সাথে যুক্ত থাকার পর সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন একদা অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ। বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁকে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে দল। এই কেন্দ্রে শঙ্কর ঘোষের প্রধান প্রতিপক্ষ তাঁরই রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্য।

তরমুজের ফেলে দেওয়া খোঁসা বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা

Bengal Live শিলিগুড়িঃ এবার বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ শিলিগুড়িতে। সদ্য সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষকে নিয়ে ক্ষোভের সুর শিলিগুড়িতে। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে শঙ্কর ঘোষকে সমর্থন না জানানোর কথা ঘোষণা করলেন জেলার প্রাক্তন সভাপতি নৃপেন দাস। শংকর ঘোষ লোভী এবং গিরগিটি। রং বদলে টিকিটের লোভে বিজেপিতে এসেছে বলেও এদিন কটাক্ষ করেন প্রাক্তন জেলা সভাপতি।

সাংবাদিক বৈঠকে এদিন নৃপেন দাস বলেন, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্য, গত ২৫ বছর থেকে যে বামপন্থী রাজনীতি করে এসেছে তাঁকে প্রার্থী করা হয়েছে বিজেপিতে৷ সে সমস্ত নীতি আদর্শ থেকে চ্যুত হয়ে রামনাম করতে শুরু করেছে। জনগণের কাছে আমাদের আহ্বান, এই মানুষটাকে আপনারা বিদায় দিন। কেউ সমর্থন, সহযোগিতা করবেন না।

প্রার্থী তালিকা ব্যাপক ক্ষোভ মালদা ও উত্তর দিনাজপুরে

এদিকে এদিনই শহরের বিভিন্ন জায়গায় শঙ্কর ঘোষকে নিয়ে বিতর্কিত পোস্টার নজরে এসেছে। ‘ছাত্র আন্দোলনের কলঙ্ক শঙ্কর ঘোষকে একটিও ভোট নয়’ লেখা রয়েছে ওই পোস্টার গুলিতে। কে বাব কারা রাতের অন্ধকারে ওই পোস্টার গুলি লাগিয়েছে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

এই বিষয়ে এখনও শঙ্কর ঘোষের কোনও মন্তব্য পাওয়া যায় নি।

Related News

Back to top button