রাজ্য

প্রার্থী তালিকা ব্যাপক ক্ষোভ মালদা ও উত্তর দিনাজপুরে

প্রার্থী তালিকা নিয়ে ব্যাপক ক্ষোভ মালদা জেলাতেও৷ বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই মালদা ও উত্তর দিনাজপুর জেলাজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।

 

Bengal Live মালদা,উত্তর দিনাজপুরঃ বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই উত্তরবঙ্গের দুই জেলায় ব্যাপক বিক্ষোভ বিজেপি নেতা ও কর্মীদের। রায়গঞ্জে জেলা বিজেপি কার্যালয় ভেঙে দেন বিক্ষুব্ধরা৷ গভীর রাত পর্যন্ত তান্ডব চলে জেলা বিজেপি কার্যালয়ে৷ দলীয় কার্যালয়ের বাইরে এসে উপস্থিত হন রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। মাঝরাত পর্যন্ত কর্মীদের বিক্ষোভে আটকে থাকতে হয় জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে।

এদিকে বৃহস্পতিবার রাতেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর ছবিতে আগুন জ্বালিয়ে দেন বিজেপি কর্মীরা। এদিকে শুক্রবার সকাল থেকে করণদিঘি ও ইসলামপুরে শুরু হয় বিজেপি কর্মীদের বিক্ষোভ। প্রার্থী পছন্দ না হওয়াতেই বিক্ষোভ কর্মীদের বলে দাবি। এদিকে কর্মীদের ক্ষোভ নিয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর দাবি, ক্ষোভ রয়েছে, তবে সকলে বিজেপির হয়েই কাজ করবেন। ক্ষোভও মিটে যাবে।

দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, এখন প্রতিদ্বন্দ্বী

এদিকে ক্ষোভ দেখা গিয়েছে মালদা জেলাতেও। মানিকচকের বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডলকে মেনে নেওয়া হবে না। প্রার্থী করতে হবে অভিজিৎ মিশ্রকে এই দাবি নিয়ে মালদা শহরের পুড়াটুলি জেলা বিজেপির কার্যালয়ে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা৷

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন গৌড় চন্দ্র মন্ডল।তা মেনে নিতে পারেননি বিজেপির একনিষ্ঠ কর্মী সমর্থকরা। শুক্রবার দুপুরে এই ঘটনায় টেবিল চেয়ার ভাঙচুর করে মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের একাংশ।

মন্দিরে পূজা দিয়েই ভোট প্রচারে কৃষ্ণ কল্যানী

অন্যদিকে মালদা বিধানসভা কেন্দ্রে গোপাল সাহাকে বিজেপির প্রার্থী করায় মালদা জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখান সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা।
এর পাশাপাশি মালদা জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা।

 

Related News

Back to top button