রাজ্য

উপচে পড়া ভিড় দুয়ারে সরকার শিবিরে, অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা

স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চাঁচলে প্রথম দিনের দুয়ারে সরকার শিবিরে উপচে পড়লো আবেদনকারীদের ভিড়। লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে এসে শিবিরেই অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা।

 

Bengal Live মালদা : লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে এসে দুয়ারে সরকার শিবিরে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে। তড়িঘড়ি ওই মহিলাকে ভর্তি করা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। করোনা বিধিনিষেধ না মেনেই চলছে এই শিবির বলে অভিযোগ আবেদনকারীদের। তবে স্বাস্থ্যবিধির দিকে নজর দিতে এবং মাস্কবিহীনদের ধরতে শিবিরের প্রবেশ দ্বারে রয়েছে পুলিশের কড়া পাহারা।

রাজ্যের নয়া প্রকল্প ‘লক্ষ্ণীর ভান্ডার’ এ আবেদন করার জন্য চাঁচলে প্রথম দিনের দুয়ারে সরকার শিবিরে উপচে পড়লো ভিড়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই এদিন ভোর থেকেই ওই শিবিরে ভিড় জমান মহিলারা।তবে সকাল দশটা থেকে শুরু হয় প্রকল্পের ফর্ম বিলির কাজ। জানা গিয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চারটি করে শিবির আয়োজিত হবে। এই দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, ছোটোখাটো রেকর্ড সংশোধন, সামাজিক সুরক্ষা যোজনা সহ সমস্ত ব্যবস্থা রয়েছে।

প্রায় ৫০ কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার দুই পাচারকারী

লক্ষ্ণীর ভান্ডারে আবেদন করতে আসা এক মহিলা আনসেরা বিবির দাবী, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে এই শিবির করলে এত অসুবিধায় পড়তে হতো না। এই অতিরিক্ত ভিড়ে বাচ্চা নিয়ে গরমের মধ্যে অনেকক্ষণ থেকে লাইনে দাড়িয়ে আছি। কিন্তু এত ভিড়ের ফলে ফর্ম মিলবে কি না তাতে সন্দেহ আছে।

এবিষয়ে চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য বলেন, ফের দুয়ার সরকার শিবির চালু হওয়ায় জনসাধারণের মধ্যে প্রভূত উৎসাহ দেখতে পাচ্ছি। বিশেষ করে লক্ষ্ণীর ভান্ডার প্রকল্প নিয়ে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।স্বাস্থ্যবিধির বিষয়ে খেয়াল রেখে সকলকে মাস্ক পরার জন্য আবেদন করা হচ্ছে। এছাড়াও ক্যাম্পে স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে।আমরা সকল আবেদনকারীকে সুষ্ঠ ভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব

অন্যদিকে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান জানান, দুয়ার সরকার শিবিরের ডাকে প্রচুর মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। শিবিরে ভিড় রুখতে তাদের পক্ষ থেকে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধু একদিন নয়, আরোও তিনদিন ক্যাম্প বসবে। সকলে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সে বিষয়ে নজর রাখছেন তিনি।

Related News

Back to top button