রাজ্য

উত্তরের দুই, রাজ্য সাত জেলায় বদল জেলা শাসক

সাত জেলার জেলাশাসক বদলি রাজ্যে। বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল শুরু পশ্চিমবঙ্গে। সাত জেলার মধ্যে উল্লেখযোগ্য ভাবে বদলি করা হয়েছে দার্জিলিঙের জেলাশাসককে৷

গত নয়দিনে দ্বিতীয় মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে

Bengal Live ডেস্কঃ দার্জিলিং সহ পশ্চিমবঙ্গের সাত জেলাশাসককে বদলি করল রাজ্য সরকার। সোমবার সাত জেলা শাসকের বদলির নির্দেশিকা জারি করে রাজ্য সরকার৷ জানা গেছে, দার্জিলিঙ, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগণা,নদিয়া,পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার এই রদবদল করেছে রাজ্য।

বদলি হলেন দার্জিলিঙের জেলাশাসক এস. পুনমবালম।দার্জিলিং জেলার নতুন জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠি। শশাঙ্ক শেঠি এতদিন ছিলেন পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের ডিরেক্টর পদে। অন্যদিকে এস.পন্নমবলমকে জমি ও ভূমি সংস্কার ও শরনার্থী ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে৷

আজকের রাশিফল, মঙ্গলবার, ৩ নভেম্বর

এছাড়াও বদলি করা হয়েছে জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারিকে। তাঁকে পাঠানো হয়েছে জয়েন্ট সেক্রেটারি হায়ার এডুকেশন পদে। জলপাইগুড়ির নতুন জেলাশাসক হলেন মৌমিতা গোদারা বসু। তিনি বীরভূমের জেলাশাসক পদে কর্মরত ছিলেন।

এদিকে সোমবার দিনই দার্জিলিঙে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ডাকে রাজভবনে বৈঠকে গিয়েছিলেন জেলাশাসক এস পুনমবালম। তারপরেই তাঁর বদলির খবরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related News

Back to top button