রাজ্য

মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই জরিমানা,ধরপাকড় শহরজুড়ে

বিনা মাস্কে রাস্তায় ঘোরাফেরা করলে এবং প্লাস্টিকের ব্যবহারে দিতে হবে জরিমানা, ধরপাকড় শুরু ইংরেজবাজার পৌরসভার।

 

Bengal Live মালদাঃ বিনা মাস্কে রাস্তায় বেরোলেই দিতে হবে ১০০ টাকা জরিমানা , এবং প্লাস্টিক ব্যবহার করলে জরিমানা ধার্য করা হবে ৫০০ টাকা। করোনা সংক্রমণ রুখতে এবং পরিবেশ রক্ষায় মালদা শহর জুরে এমনই সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়া হল ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে। পাশাপাশি ধরপাকড় অভিযানও শুরু করেছে পৌরসভা কর্তৄপক্ষ।

মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট, ফোয়ারা মোড় সহ শহরের একাধিক এলাকায় শুক্রবার সকাল থেকে এই অভিযান চালান ইংরেজবাজার পৌরসভার কর্মীরা। এদিন শহরে বিভিন্ন প্রান্তে হানা দিয়ে মাস্ক ছাড়া রাস্তায় বেড়ানোর অভিযোগে প্রায় ১০ জনকে আটক করে ১০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়। এর পাশাপাশি পৌরসভার তরফ থেকে রাস্তা জবর দখল করে দোকান পাট করা নিষেধ, প্লাস্টিকের ব্যবহার বন্ধ সহ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা তুলে ধরা হয় দোকানদার ও জনগণের সামনে।

Related News

Back to top button