রাজ্য

এক কোটি টাকার জালনোট, ১৭টি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ৯

প্রচুর জালনোট ও সোনার বিস্কুট সহ ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার। আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ। এই ঘটনাকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে পুলিশ।

Bengal Live কোচবিহারঃ পুলিশের বড়সড় সাফল্য। কোচবিহার থেকে অসমে জালনোট ও সোনার বিস্কুট পাচার হওয়ার আগেই পুলিশের জালে ৯ আন্তঃরাজ্য জালনোট কারবারি। উদ্ধার ১ কোটি টাকার জালনোট ও ১৭ টি সোনার বিস্কুট। যার আনুমানিক ওজন প্রায় এক কেজি। ধৃতদের বাড়ি কোচবিহার, আলিপুরদুয়ার ও অসমে বলে জানা গেছে।

কেন্দ্রের নতুন কৃষি বিলের বিরোধীতায় আন্দোলনে যুব তৃণমূল

পুলিশ সূত্রে জানা গেছে, এসএসবি সূত্রে খবর পেয়ে কোচবিহার-অসম জাতীয় সড়কে ডাউয়াগুড়িতে গোপন অভিযান চালায় কোতয়ালি থানার পুলিশ। এরপরেই কোটি টাকার জালনোট ও সোনার বিস্কুট সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে চারজন ছিল মোটর বাইকে। বাকিরা ছিল গাড়িতে। ধৃতদের সাথে আরও বড় কোনও চক্রের যোগ আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দূরপাল্লার বাসে ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের টাকা-পয়সা লুঠ

Related News

Back to top button