রাজ্য

মানিকচকে ভেসেল ডুবিতে মৃত এক, উদ্ধার দেহ, এখনো নিখোঁজ দুই

ভেসেল ডুবি ঘটনার দুইদিন পর উদ্ধার একটি মৃতদেহ। এখনও নিখোঁজ দুইজন।

মালদার মানিকচকে লঞ্চডুবি, গঙ্গায় তলিয়ে গেল ৮ টি ট্রাক, নিখোঁজ একাধিক

Bengal Live মালদাঃ মানিকচকে লঞ্চ ডুবির ঘটনায় বুধবার দুপুরে উদ্ধার হল একজনের মৃতদেহ। এদিন ক্রেনের মাধ্যমে একটি লরি উদ্ধার করা হয়। সেই লরির কেবিনে আটকে ছিল খালাসির মৃতদেহ। জানা গিয়েছে, মৃত খালাসীর নাম সাইদুল সেখ (১৮)। বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ উদুয়া এলাকায়।

রাতে মানিকচকে লঞ্চ ডুবির ঘটনায় এখনও নিখোঁজ তিন

নিখোঁজ ৩ জনের মধ্যে এই প্রথম একজনের দেহ উদ্ধার করলেন উদ্ধারকারীরা। মানিকচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বাকিদের খোঁজেও চলছে তল্লাশি। চলছে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে লরি উদ্ধারের কাজ।

Related News

Back to top button