Archive

সেলস ম্যানের পরিচয়ে বাড়িতে ঢুকে সর্বস্ব লুঠ, অচৈতন্য  বৃদ্ধ দম্পতি

সেলস ম্যানের পরিচয়ে বাড়িতে ঢুকে সর্বস্ব লুঠ, অচৈতন্য বৃদ্ধ দম্পতি

Bengal Live ওয়েব ডেস্কঃ সেলস ম্যানের পরিচয়ে বাড়িতে ঢুকে দম্পতিকে অচৈতন্য করে সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সেলসম্যানের পরিচয় দিয়ে বাড়িতে আসে দুষ্কৃতীরা। কথা বলার আছিলায় কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধ দম্পতিকে অচৈতন্য করে দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, দীপেন্দ্রনাথ ভট্টাচার্য ও তার স্ত্রীকে অচৈতন্য করে ঘরে থাকা সোনার অলঙ্কার লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে চৈতন্য ফিরতেই দম্পতি প্রতিবেশী ও তাঁদের পরিজনদের বিষয়টি জানান।

এরপর শিলিগুড়ি থানার পুলিশকে ঘটনার খবর জানালে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এদিকে বৃদ্ধ দম্পতির পরিজনদের দাবী, এই ঘটনাই প্রমান করছে শিলিগুড়ি শহরে বয়স্কদের নিরাপত্তা নেই। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আবেদন জানিয়েছেন তাঁরা।

Related News

Back to top button