লাইফ স্টাইল

করোনার টীকা নেবার পর ভুল করেও Painkiller নেবেন না, নিলে হতে পারে ভয়ঙ্কর বিপদ!

বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন নেবার পর Painkiller গ্রহণ করলে তা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। কিন্তু ভ্যাকসিন প্রবেশ করানোর মূল লক্ষ্যই শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।  যদি ভ্যাকসিন নেবার পর Painkiller নেওয়া হয় তবে স্বাভাবিকভাবেই ভ্যাকসিন ঠিক মতো কাজ করতে পারে না।

 

Bengal Live ডেস্কঃ  প্রায় সম্পূর্ণ একটা বছর করোনা আবহে থাকার কারণে মানুষ একপ্রকার হাঁপিয়ে উঠেছিল। যেন এক চক্রবুহ্য। যার ভেতর থেকে বেরোনো যায়না। কিন্তু এই চক্রবুহ্যর থেকে বেরোনোর উপায় অর্থাৎ করোনার ভ্যাকসিন তৈরি করে ফেলেছে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা।  প্রথমে এই টিকা দেওয়া শুরু হয়েছে প্রথম শ্রেণীর যোদ্ধাদের যেমন ডাক্তার, নার্স, রাজনীতিবিদ ও ৬০ বছরের উর্ধ্বে যাঁদের বয়স।

এই টীকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে যে হাতে টীকা দেওয়া হচ্ছে সেই হাতে ভয়ঙ্কর ব্যথা অনুভব হচ্ছে অনেকেরই। যার ফলে অনেকেই Painkiller খেয়ে নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে করোনা ভ্যাকসিনের টীকা একটি সাধারন টীকার মতোই।  সাধারণ টীকা নেবার পর যেরম ব্যথা অনুভব হয়, এই ব্যাথাও সেরকমই। অর্থাৎ এতে চিন্তার কিছু নেই। তবে ব্যাথা উপশম করতে  Painkiller খাওয়া মোটেই উচিৎ নয়।

বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন নেবার পর Painkiller গ্রহন করলে তা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। কিন্তু ভ্যাকসিন প্রবেশ করানোর মূল লক্ষ্যই শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।  যদি ভ্যাকসিন নেবার পর Painkiller নেওয়া হয় তবে স্বাভাবিকভাবেই ভ্যাকসিন ঠিক মতো কাজ করতে পারে না।

বিশেষ কিছু সমীক্ষায় জানা গেছে Advil, Motrin ও বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন নেবার পর খুব জরুরী না হলে এই কোম্পানিগুলোর ওষুধ এড়িয়ে চলাই ভালো।

Related News

Back to top button