করোনায় নক্ষত্র পতন, প্রয়াত সঙ্গীত শিল্পী এস পি বালাসুব্রহ্মন্যম

করোনায় আরও এক নক্ষত্রের পতন। জাতীয় পুরস্কার প্রাপ্ত বিখ্যাত সঙ্গীত শিল্পীর প্রয়ান। শোকের ছায়া দেশজুড়ে।
Bengal Live ডেস্কঃ টানা দেড় মাস বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার চলে গেলেন এস পি বালাসুব্রহ্মন্যম। বর্ষিয়ান সঙ্গীত শিল্পীর প্রয়ানের খবরে দেশজুড়ে শোকের ছায়া সঙ্গীত মহলে। গত বুধবার রাত থেকেই ক্রমশ অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। লাইফ সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে৷ শেষমেশ এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪।
ডুডলে ছবি প্রকাশ করে বাঙালি সাঁতারুকে জন্মদিনে কুর্নিশ জানালো গুগল
জানা গেছে, আগস্টের প্রথম দিকে করোনা রিপোর্ট পজিটিভ আসে এস পি বালসুব্রহ্মনিয়মের। হালকা উপসর্গ থাকায় প্রথমে বাড়িতেই সেল্ফ কোয়ারান্টাইনে ছিলেন তিনি। এরপর থেকেই ক্রমশ শরীর খারাপ হতে শুরু করলে প্রখ্যাত সঙ্গীত শিল্পীকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার কারণে প্লাজমা থেরাপি শুরু করা হয়। তবে তাতেও ফল মেলেনি৷ বরং আরও খারাপের দিকেই যাচ্ছিল সঙ্গীত শিল্পীর শারীরিক অবস্থা। এদিন জাতীয় পুরষ্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সঙ্গীত মহলে।