জাতীয়

ব্যাঙ্ক একাউন্টের সাথে আধার লিঙ্কের অন্তিম তারিখ ঘোষণা অর্থমন্ত্রীর

ব্যাঙ্ক একাউন্টের সাথে আধার লিঙ্ক করার অন্তিম তারিখ ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঢিলেমি সামলাতে কড়া বার্তা অর্থমন্ত্রীর।

বিহারে যুদ্ধ জয়ের আনন্দ জোয়ার আছড়ে পড়ল বাংলার মাটিতেও, মালদায় মিছিল বিজেপির

Bengal Live ডেস্কঃ ব্যাঙ্ক একাউন্টের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। এর আগেও একাধিকবার এই কাজের সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র৷ কিন্তু তাতে তেমন কোনও লাভ হয়নি। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোপুরি সম্পন্ন হয়নি আধার লিঙ্কের কাজ। তাই এবার ঢিলেমি কাটাতে ফের অন্তিম তারিখ ঘোষণা করে কড়া বার্তা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

মঙ্গলবার ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন-এর ৭৩ তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখার সময় নির্মলা সীতারামনের ঘোষণা, আগামী ২০২১ সালের ৩১শে মার্চের মধ্যে ব্যাঙ্ক একাউন্টের সাথে আধার লিঙ্ক সম্পন্ন না হলে একাউন্ট বন্ধ করে দেওয়া হবে। প্যান কার্ড লিঙ্কের কাজও দ্রুত শেষ করার কথাও বলেন অর্থমন্ত্রী। পাশাপাশি ডিজিটাল লেনদেন নিয়ে গ্রাহকদের বোঝানোর জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষদের এগিয়ে আসার ডাক দেন অর্থমন্ত্রী।

কাগজের কাপে চা খাওয়া মারাত্মক ক্ষতি, বলছেন বিশেষজ্ঞরা

Related News

Back to top button