জাতীয়

দার্জিলিং, সিকিমের পর সিমলা-মানালি, একে একে খুলছে দুয়ার

করোনা ও লকডাউনের কোপে থমকে গেছে সবকিছুরই স্বাভাবিক ছন্দ। এই ছন্দপতন থেকে বাদ যায়নি পাহাড়ও।

Bengal Live ডেস্কঃ পাহাড়ের একটা বড়ো অংশের মানুষ জীবিকা নির্বাহের জন্য নির্ভর করেন পর্যটন শিল্পের উপর। কিন্তু দীর্ঘদিন পর্যটন শিল্প বন্ধ থাকায় পাহাড়িয়াদের জীবনে অন্ধকার নেমে এসেছিল।তবে অতি সম্প্রতি আশার আলো দেখতে পাচ্ছেন তাঁরা। দার্জিলিং ও সিকিমের পর এবার সিমলা-মানালি। ধীরে ধীরে ছন্দে ফিরতে চলেছে পাহাড়। পর্যটন শিল্পের ওপর যাঁরা নির্ভর করে বেঁচে থাকেন, তাঁরা আবার আশার আলো নিয়ে পথ চলা শুরু করবেন।

shimla and manali tour
ছবিঃ তনয় নট্ট বর্মণ

ছোট পর্দায় আসছেন মহিলা গোয়েন্দা দময়ন্তী

সূত্রের খবর, এতদিন হিমালয় যেতে হলে লাগতো কোভিড টেষ্টের রিপোর্ট। চলতি সেপ্টেম্বরেই সেই শর্ত তুলে নিতে চলেছে হিমাচল সরকার। এবার পাহাড়ে গেলে লাগবে না কোনো ই-পাস, লাগবে না কোনো কোভিড টেষ্টের রিপোর্ট। ইতিমধ্যেই সেজে উঠেছে পাহাড়। এবার পুজোয় দর্শকদের ভিড় বাড়বে এমনই আশা করছে হিমাচল সরকার। খুলে দেওয়া হচ্ছে অধিকাংশ হোটেল।

shimla and manali tour
ছবিঃ তনয় নট্ট বর্মণ

তবে পর্যটকদের মেনে চলতে হবে সামান্য কিছু নিয়ম কানুন। যাতায়াতে ক্ষেত্রে যাতে সমস্যা না হয় তার জন্য চালু করে দেওয়া হচ্ছে অধিকাংশ ট্রেন। আসন্ন পুজোয় পাহাড় আবারও আগের মত ভরে উঠবে রঙিন পর্যটকের ভিড়ে, এমনই আশা করছেন পর্যটন ব্যবসায় যুক্ত পাহাড়িয়ারা।

পর্যটকদের জন্য দুয়ার খুলছে সিকিম পর্যটন দপ্তর

shimla and manali tour (1)
ছবিঃ তনয় নট্ট বর্মণ

Related News

Back to top button