নজরে জেলা

উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত ২০২ , এক নজরে আরও খবর

উত্তর দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০২। করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে শিশুদের যোগাসন প্রশিক্ষণ শিক্ষকের৷ একাধিক দাবিতে যুব কংগ্রেসের বিক্ষোভ রায়গঞ্জে।

Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০২। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের জারি করা করোনা বুলেটিন প্রকাশ পেতেই এই তথ্য সামনে এসেছে। এদিকে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১৫৩ জন। এই মুহূর্তে জেলায় করোনা এক্টিভ কেসের সংখ্যা ৪৯।

Bengal Live রায়গঞ্জঃ ছয় দফা দাবিতে রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিল রায়গঞ্জ বিধানসভা যুব কংগ্রেস। শুক্রবার, সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের সদস্যরা। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে ২০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান করা। ভিনরাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকদের জবকার্ড প্রদান করে দ্রুত জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের কাজে নিযুক্ত করা, আমফানে ক্ষতিগ্রস্ত কৃষিজীবী মানুষদের আর্থিক সহযোগিতা সহ মোট ছয় দফা দাবি জানানো হয় এদিন।

Bengal Live রায়গঞ্জঃ বিশ্ব পরিবেশ দিবসে স্কুল পড়ুয়াদের করোনা নিয়ে সচেতন করতে একাধিক উদ্যোগ গ্রহণ করলেন সুভাষগঞ্জ প্রাথমিক স্কুলের শিক্ষক বিজয় চন্দ্র পাল। এদিন সকালে শিশুদের হাতে চারাগাছ তুলে দেওয়ার পাশাপাশি যোগাসন প্রশিক্ষণ ও করোনা নিয়ে সচেতনতা পাঠদান শুরু করেন তিনি। বিজয় বাবু বলেন, ৫০ জন খুদেকে নিয়ে সামাজিক দূরত্ব মেনে করোনা নিয়ে সচেতনতা পাঠ ও যোগাসন প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি৷ এর ফলে পড়াশুনায় মনসংযোগ বৃদ্ধি যেমন ঘটবে, তেমনই শারীরিক ভাবে সুস্থ থাকবে শিশুরা। খোলা মাঠে যোগাসন চর্চা করতে পেরে খুশি শিশুরা।

Related News

Back to top button